Khoborerchokh logo

গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ 140 0

Khoborerchokh logo

গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১

খবরের সময় ডেস্ক:
র‌্যাব-১ জানায় গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় মলম/অজ্ঞান পার্টির চক্রের তৎপরতা দিন দিন বৃদ্ধি পাইতেছিল।মলম/অজ্ঞান পার্টির সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রঘাত করে,প্রাইভেটকার,মোটর সাইকেল,টাকা পয়সা,মোবাইল,স্বর্ণালংকার ইত্যাদি অজ্ঞান করে জন জীবন অতিষ্ঠ করে তুলেছিল। মলম/অজ্ঞান পার্টির ভয়ে এলাকার লোকজন সর্বদা আতংকে থাকে।উক্ত মলম/অজ্ঞান পার্টির অত্যাচারে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।র‌্যাব-১এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেঃকমান্ডার আব্দুল্লাহ আল-মামুন দীর্ঘ দিন যাবৎ উক্ত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের সকল ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল। র‌্যাব-১,স্পেশালাইজড কোম্পানী,পোড়াবাড়ী ক্যাম্প,গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,জিএমপি,গাজীপুর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় একটি সংঘবদ্ধ মলম পার্টি ছিনতাই এর উদ্দেশ্যে অবস্থান করিতেছে।উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি,গাজীপুর বাসন থানাধীন ভোগড়া বাইপাস আলহাজ্জ্ব কামরুল হাসান ফুলু মিয়ার মার্কেট মা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। 
অভিযানকালে আসামী ১।মোঃ আব্দুল কুদ্দুস(২২),পিতা-মৃত আমির হোসেন, মাতা-মোসাঃ পারুল বেগম,সাং-আউটপাড়া (জহরা পাড়),থানা-বাসন,জিএমপি,গাজীপুর,২।শাহরিয়ার আহম্মেদ শাওন(২৩),পিতা-মোঃ রফিক আহম্মেদ, মাতা-মোসাঃ স্বপনা আক্তার, সাং-বটেরহাট, থানা-বিরল, জেলা-দিনাজপুর, এ/পি-সাং-আউটপাড়া (চৌধুরী বাড়ীর ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ৩।মোঃ  সাজ্জাদ হোসেন(২০),পিতা-মোঃ বাবুল হোসেন, মাতা-মোসাঃ সালমা বেগম, সাং-বলবপুর,থানা-ধুবাউড়া,জেলা-ময়মনসিংহ,এ/পি-সাং-আউটপাড়া (কালাম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া),থানা-বাসন,জিএমপি,গাজীপুর,৪। মোঃ উজ্জ্বল মিয়া(১৯),পিতা-মৃত সৈয়দ জামাল,মাতা-মোসাঃনুরজাহান বেগম,সাং-কামারচর,থানা-সদর,জেলা-শেরপুর,এ/পি-সাং-আউটপাড়া,কাজীমুদ্দিন স্কুল রোড (পান্নার বাড়ীর ভাড়াটিয়া),থানা-বাসন,জিএমপি,গাজীপুর’দেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়।ফোর্সের সহায়তায় আসামীদের দখল হইতে ০২(দুই) টি সুইচ গিয়ার,০১(এক) টি চাকু,অজ্ঞান কাজে ব্যবহৃত ০২টি মলম,নগদ ২০০/-টাকা এবং ০৪(চার) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে,তারা একটি সংঘবদ্ধ মলম/অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী,বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল,গাড়ী, টাকা পয়সা,মোবাইল,স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে। উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে থানায় হস্তান্তরের পর মামলা প্রক্রিয়াধীন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com